বিসিএস আবেদন যোগ্যতা (BCS Apply Qualification)

বিসিএস ক্যাডার (BCS Cadre) হওয়ার জন্য একজন প্রার্থীকে অবশ্যই বিসিএস পরীক্ষায় (BCS Examination) অংশ নিতে হয়। বিসিএস পরীক্ষায় অংশ নেয়ার আগে একজন প্রার্থীর অবশ্যই বিসিএস আবেদন যোগ্যতা (BCS Apply Qualification) সম্পর্কে জানা থাকা উচিৎ। বেশীরভাগ সময়ে দেখা যায় একজন প্রার্থী শুধুমাত্র বিসিএস সিলেবাস (BCS Syllabus) নিয়েই বেশী আগ্রহী হয়ে থাকেন, কিন্তু বিসিএস ক্যাডার হওয়ার জন্য যে যে যোগ্যতা বা শর্তাবলীগুলো অবশ্যই থাকতে হয়, তা সম্পর্কে তার পরিষ্কার ধারনা নেই। বিসিএস নামক স্বপ্ন পূরনের জন্য আপনার যা যা যোগ্যতা থাকা প্রয়োজন, আসুন তা জেনে নেই।

বিসিএস আবেদন যোগ্যতা (BCS Apply Qualification)

বিসিএস আবেদন যোগ্যতা (BCS Apply Qualification)

বিসিএস (BCS) খুবই প্রতিযোগিতামূলক একটি চাকরির পরীক্ষা। এতে সফল হতে হলে শুধু ভালো প্রস্তুতিই শেষ কথা নয়। বিসিএস পরীক্ষায় আবেদনের ন্যুনতম যোগ্যতাগুলোও পূরণ করতে হয়। বিসিএস পরীক্ষার আবেদন থেকে শুরু করে বিসিএস ক্যাডার হওয়া পর্যন্ত একজন প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতা, বয়স, নাগরিকত্ব ও শারীরিক যোগ্যতা – এই চার ধরণের যোগ্যতা পূরণ করতে হয়।  আসুন জানি বিসিএস আবেদন যোগ্যতার সম্পুর্ণ আদ্যপান্ত।

শিক্ষাগত যোগ্যতা (Academic Qualification)

বিসিএস পরীক্ষায় আবেদন করতে চাইলে প্রার্থীকে কমপক্ষে স্নাতক পাশ হতে হয়। স্নাতক বলতে ৪ বছর মেয়াদী কোর্স বুঝায়। উচ্চ মাধ্যমিক পাসের পর চার বছরের অনার্স পাস হলেও বিসিএস পরীক্ষায় আবেদন করা যায়। এসএসসি থেকে স্নাতক পর্যন্ত সবগুলো পরীক্ষার যেকোন দুটিতে দ্বিতীয় শ্রেণী বা সমমান এবং ১টি তৃতীয় শ্রেণী বা সমমান এর নিচে পেলে সেই প্রার্থী বিসিএস পরীক্ষা দিতে পারবেন না।

যদি কোন প্রার্থী এইচএসসি পরীক্ষা শেষে ডিগ্রী বা ৩ বছর মেয়াদী সমমান কোর্সে পড়াশুনা করেন, তাহলে ডিগ্রী পাসের পরে স্নাতকোত্তর বা মাস্টার্স পাশ করতে হবে। তারপরে তিনি বিসিএস এ আবেদন করতে পারবেন।

বর্তমানে জিপিএ সিস্টেম থাকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণী নির্ধারণ করতে সমস্যায় ভোগেন প্রার্থীরা। নিচে জিপিএ থেকে শ্রেণী বের করার পদ্ধতি দেয়া হলো।

জিপিএ থেকে শ্রেণী (GPA to Division) বের করার পদ্ধতিঃ

মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এর ক্ষেত্রেঃ
৩ বা তদুর্ধ্ব = প্রথম শ্রেণী
২ থেকে ৩ এর কম = দ্বিতীয় শ্রেণী
১ থেকে ২ এর কম = তৃতীয় শ্রেণী

অনার্সের / স্নাতকের ক্ষেত্রেঃ
৩ বা তদুর্ধ্ব = প্রথম শ্রেণী
২.২৫ থেকে ৩ এর কম= দ্বিতীয় শ্রেণী
১.৬৫ থেকে ২.২৫ এর কম= তৃতীয় শ্রেণী

বয়স (Age)

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) যে মাসে বিসিএস এর বিজ্ঞাপন জারি করবে সে মাসের ১ম তারিখে যদি কোন প্রার্থীর বয়স ২১ বছরের কম হয় অথবা ৩০ বছরের বেশি হয় তাহলে ওই প্রার্থী বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। তবে কিছু ক্ষেত্রে বয়স সীমা শিথিল যোগ্য। যেমনঃ মুক্তিযোদ্ধার পুত্র বা কন্যা, প্রতিবন্ধী, স্বাস্থ্য ক্যাডারের প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর। অথবা, বিসিএস সাধারণ শিক্ষা, কারিগরি শিক্ষা, স্বাস্থ্য ক্যাডারে উপজাতীদের জন্য সর্বোচ্চ ৩২ বছর।

  • সাধারণ প্রার্থীদের বয়সসীমাঃ ২১ বশর থেকে ৩০ বছর।
  • মুক্তিযোদ্ধার পুত্র বা কন্যা, প্রতিবন্ধী, স্বাস্থ্য ক্যাডারের প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর।
  • বিসিএস সাধারণ শিক্ষা, কারিগরি শিক্ষা, স্বাস্থ্য ক্যাডারে উপজাতীদের জন্য সর্বোচ্চ ৩২ বছর।

বয়স ক্যালকুলেটর বা BCS Age Calculator ব্যবহার করে আপনার BCS Age Limit পরিমাপ করুন।

নাগরিকত্ব (Nationality)

বিসিএস পরীক্ষায় অংশ নিতে একজন প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। বাংলাদেশের নাগরিক নয় এমন কোন ব্যক্তি বিসিএস পরীক্ষায় অংশ নিতে পারবে না। সরকারের অনুমতি ব্যতিরেকে কোন বিদেশী নাগরিককে বিয়ে করলে বা বিয়ে করার প্রতিজ্ঞা করলে তিনি বিসিএস পরীক্ষা দিতে পারবেন না।

শারীরিক যোগ্যতা (Physical Fitness) 

লিখিতমৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মেডিকেল টেস্ট করানো হয়। মেডিকেল টেস্টে পাশ না করলে বিসিএস ক্যাডার হিসেবে নিয়োগ পাওয়া যায়না। অর্থাৎ, বিসিএস ক্যাডার হতে হলে আপনাকে শারীরিক যোগ্যতার প্রমাণ দিতে হবে। মেডিকেল টেস্টে সাধারণত প্রার্থীর উচ্চতা, ওজন ও বক্ষ পরিমাপ করা হয়, দৃষ্টিশক্তি পরীক্ষা করা হয় এবং মূত্র পরীক্ষা করা হয়।

স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল টিম গঠন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালক। স্বাস্থ্য পরীক্ষায় কোন প্রার্থী অযোগ্য বিবেচিত হলে তা প্রার্থীকে এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কে জানানো হয়।

উচ্চতা, ওজন ও বক্ষ পরিমাপ

  • পুরুষ প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন উচ্চতা ৫ ফুট হতে হবে। সর্বনিম্ন ওজন ৪৯.৯৯ কেজি। তবে পুলিশ ও আনসার ক্যাডার এর জন্য সর্বনিম্ন উচ্চতা ও ওজন যথাক্রমে ৫ ফুট ৪ ইঞ্চি ও ৫৪.৫৪ কেজি হতে হবে।
  • মহিলা প্রার্থীর জন্য সর্বনিম্ন উচ্চতা ৪ ফুট ১০ ইঞ্চি। মহিলা প্রার্থীর সর্বনিম্ন ওজন ৪৩.৫৪ কেজি। তবে পুলিশ ও আনসার ক্যাডার এর জন্য মহিলা প্রার্থীর সর্বনিম্ন উচ্চতা ৫ ফুট হতে হবে। সর্বনিম্ন ওজন ৪৫.৪৫ কেজি হতে হবে।

উল্লেখ্য যে, ওজন কম হলেও বাড়ানোর সুযোগ দেয়া হয়।

বক্ষ পরিমাপ

উচ্চতার সাথে বক্ষ পরিমাপে নিম্নোক্ত চার্ট অনুসরণ করা হয়।

BCS CHEST MEASUREMENT

দৃষ্টিশক্তি পরীক্ষা

দৃষ্টিশক্তির জন্য নিম্নলিখিত মানদন্ড অনুযায়ী বিবেচনা করা হয়।

BCS EYE TEST

চোখে সমস্যা থাকলে ও চশমা ব্যবহার করার পরে যদি কোন সমস্যা না থাকে তাহলে বিসিএস ক্যাডার হতে কোন সমস্যা নেই। কেউ যদি রঙ ধরতে না পারেন তাহলে ও তিনি বিসিএস এ যোগ্য হবেন। কিন্তু সেক্ষেত্রে এই তথ্য উনার রিপোর্টে লিখা থাকতে হবে।

মূত্র পরীক্ষা

মূত্র পরীক্ষাগারে পরীক্ষা করে যাবতীয় রিপোর্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়।

শেষকথা 

বিসিএস পরীক্ষার প্রস্তুতি নেয়ার আগে বা বিসিএস পরীক্ষায় আবেদনের পূর্বে অবশ্যই বিসিএস আবেদন যোগ্যতা অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা, বয়স, নাগরিকত্ব ও শারীরিক যোগ্যতা সম্পর্কিত বিষয়গুলো অবশ্যই ভালো করে দেখে নিন। যাতে করে এগুলোর কোনটিই যেন আপনার স্বপ্ন পূরণের পথে বাঁধা না হয়ে দাঁড়ায়।