বাংলা ভাষা ও সাহিত্য সিলেবাস (Bangla Language and Literature Syllabus)

প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারদের বিসিএস (BCS) লিখিত পরীক্ষায় বাংলা বিষয়ের মোট নম্বর ২০০। বাংলা বিষয়ের পরীক্ষা দুইটি অংশে বিভক্ত। প্রথম অংশ অর্থাৎ পার্ট – I এ বাংলা সাহিত্যের পরিচয়: প্রাচীন, মধ্যযুগ ও আধুনিক যুগ এবং পার্ট – II এ কাব্য, গদ্য, নাটক, ব্যাকরণ, অনুচ্ছেদ রচনা ও ভাষারীতির উপর প্রশ্ন থাকে।

বাংলা ভাষা ও সাহিত্য সিলেবাস (Bangla Language and Literature Syllabus)

লিখিত পরীক্ষার জন্য বাংলা ভাষা ও সাহিত্য সিলেবাস (Bangla Language and Literature Syllabus) নিম্নরূপঃ

বাংলা ভাষা ও সাহিত্য
(পদ সংশ্লিষ্ট)
বিষয় কোডঃ ১১১
পূর্ণমানঃ ২০০
পার্ট – I
মান – ১০০

(ক) বাংলা সাহিত্যের পরিচয়: প্রাচীন ও মধ্যযুগ (৫০ নম্বর)
চর্যাপদ, বড়-চন্ডীদাস, শাহ্‌ মুহম্মদ সগীর, মঙ্গলকাব্য, বৈষ্ণব পদাবলী, আরাকান রাজসভা, সৈয়দ সুলতান, কৃত্তিবাস, দৌলত উজির বাহরাম খান, মুকুন্দরাম চক্রবর্তী, কাশীরাম দাস, আলাওল, আবদুল হাকিম, ভারতচন্দ্র রায়গুণাকর, শাহ্‌ মুহম্মদ গরীবুল্লা, আরাকান রাজসভা কেন্দ্রিক বাংলা সাহিত্য, ময়মনসিংহ গীতিকা।

(খ) বাংলা সাহিত্যের পরিচয়ঃ আধুনিক যুগ (৫০ নম্বর)
ঈশ্বরচন্দ্র গুপ্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মধুসুদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মীর মশাররফ হোসেন, কায়কোবাদ, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রমথ চৌধুরী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, নজিবর রহমান সাহিত্যরত্ন, জীবনানন্দ দাস, কাজী নজরুল ইসলাম, ফররুখ আহমেদ, জসীম উদ্দিন।

বাংলা ভাষা ও সাহিত্য
পার্ট – II
মান – ১০০

(ক) কাব্যঃ (২০ নম্বর)
মাইকেল মধুসুদন দত্ত, বিহারী লাল চক্রবর্তী, কায়কোবাদ, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাস, জসিম উদ্দীন।

(খ) গদ্যঃ (২০ নম্বর)
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্জিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়, মীর মশাররফ হোসেন, প্রমথ চৌধুরী।

(গ) নাটকঃ (২০ নম্বর)
দীনবন্ধু মিত্র, মীর মশাররফ হোসেন, রবীন্দ্রনাথ ঠাকুর!

(ঘ) ব্যাকরণঃ (২০ নম্বর)
যুক্তাক্ষর গঠন, ণ-ত্ব ও ষ-ত্ব বিধান, প্রমিত বানানের নিয়ম (বাংলা একাডেমী প্রণীত), বাক্যগঠন, বাংলা বাক্য গঠনে ইংরেজি রীতির প্রভাব, বাক্য ও বানানের শুদ্ধাশুদ্ধি, চলতি রীতির নিয়মাবলী, বাংলা ভাষার শব্দসন্ভার, শব্দগঠনের বৈশিষ্ট্য, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, শব্দের বানান ও উচ্চারণ।

(ঙ) অনুচ্ছেদ রচনা। (১০ নম্বর)
(চ) সাধু, চলিত ও আঞ্চলিক ভাষারীতি (১০ নম্বর)

বাংলা সিলেবাস (Bangla Syllabus) এর PDF ভার্সন দেখতে বা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।