বিসিএস পরীক্ষার দ্বিতীয় ধাপ হলো লিখিত পরীক্ষা (Written Examination)। প্রিলিমিনারি পরীক্ষায় বহুনির্বাচনী প্রশ্ন (Multiple Choice Questions) থাকলেও এই ধাপে একজন চাকরি প্রার্থীকে লিখিত পরীক্ষায় অংশ নিতে হয়। বলাবাহুল্য যে, এটি অত্যন্ত কঠিন একটি ধাপ। এই ধাপ পেরোতে হলে আপনি যে ক্যাডারে পরীক্ষা দিচ্ছেন, তার সিলেবাস সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। আমরা এখানে বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস বা বিসিএস লিখিত সিলেবাস (BCS Written Syllabus) নিয়ে আলোচনা করব।
বিসিএস লিখিত সিলেবাস (BCS Written Syllabus)
বিসিএস লিখিত পরীক্ষা মূলতঃ ৯০০ নম্বরের একটি পরীক্ষা। সাধারণ ক্যাডার ও টেকনিক্যাল/প্রফেশনাল ক্যাডার উভয় ক্ষেত্রেই একজন প্রার্থীকে ৯০০ নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। সাধারণ ক্যাডারের প্রার্থীকে বাংলা (১ম ও ২য় পত্র), ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, গাণিতিক যুক্তি, মানসিক দক্ষতা এবং সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে লিখিত পরীক্ষায় অংশ নিতে হয়। অপরদিকে টেকনিক্যাল / প্রোফেশনাল / বিষয়ভিত্তিক ক্যাডার / স্বাস্থ্য ক্যডার প্রার্থীদেরকে বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, গাণিতিক যুক্তি, মানসিক দক্ষতা এবং সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষায় অংশ নিতে হয়। নিচে সাধারণ ক্যাডার ও টেকনিক্যাল/প্রফেশনাল ক্যাডারদের জন্য বিসিএস লিখিত সিলেবাস (BCS Written Syllabus) বিস্তারিত দেয়া হলো।
সাধারণ ক্যাডার সিলেবাস (General Cadre Syllabus)
সাধারণ ক্যাডারের কিছু বিষয়ের সাথে টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যডারদের কিছু বিষয়ের মিল রয়েছে। যে বিষয়গুলোর মিল রয়েছে সেগুলোতে আমরা তা উল্লেখ করেছি।
বাংলা ১ম পত্র / বাংলা (Bangla)
বাংলা ১ম পত্র (Bangla 1st Paper) বিষয়টি সাধারণ ও টেকনিক্যাল / প্রফেশনাল উভয় ক্যডারদের জন্য। প্রফেশনাল / টেকনিক্যাল ক্যাডারদের জন্য এটি শুধুমাত্র বাংলা (Bangla) বিষয় হিসাবে পরিগণিত হবে। এর পূর্ণমান ১০০, পাশ নম্বর ৫০। বিসিএস লিখিত পরীক্ষার বাংলা ১ম পত্র (Bangla 1st Paper) / বাংলা (Bangla) বিষয়ের সিলেবাস নিম্নরূপঃ
বাংলা প্রথম পত্র বিষয় কোডঃ ০০১ পূর্ণমানঃ ১০০ | |
বিষয়বস্তু | মান বন্টন |
১. ব্যাকরণঃ ক) শব্দগঠন | ৩০ |
২. ভাব-সম্প্রসারণ | ২০ |
৩. সারমর্ম | ২০ |
৪. বাংলা ভাষা ও সাহিত্য-বিষয়ক প্রশ্নের উত্তর | ৩০ |
সর্বমোট নম্বরঃ | ১০০ |
বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper)
বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper) বিষয়টি সাধারণ ক্যডারদের জন্য। র পূর্ণমান ১০০, পাশ নম্বর ৫০। বিসিএস লিখিত পরীক্ষার বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper) বিষয়ের সিলেবাস নিম্নরূপঃ
বাংলা দ্বিতীয় পত্র বিষয় কোডঃ ০০২ পূর্ণমানঃ ১০০ | |
বিষয়বস্তু | মান বন্টন |
১. অনুবাদ (ইংরেজি থেকে বাংলা) | ১৫ |
২. কাল্পনিক সংলাপ | ১৫ |
৩. পত্রলিখন | ১৫ |
৪. গ্রন্থ সমালোচনা | ১৫ |
৪. রচনা | ৪০ |
সর্বমোট নম্বরঃ | ১০০ |
ইংরেজি (English)
ইংরেজি (English) বিষয়টি সাধারণ ও টেকনিক্যাল / প্রফেশনাল ক্যডারদের জন্য। এর পূর্ণমান ২০০, পাশ নম্বর ১০০। বিসিএস লিখিত পরীক্ষার ইংরেজি (English) বিষয়ের সিলেবাস নিম্নরূপঃ
ENGLISH Subject Code: 003 Total Marks: 100 |
Part - A |
1. Reading Comprehension |
Part - B |
1. Candidates will be required to compose an essay on a topic related to an issue of topical relevance. The essay must conform to the word limit set and must convey a candidate’s ability to express his or her ideas clearly and correctly in English as well |
বাংলাদেশ বিষয়াবলী (Bangladesh Affairs)
বাংলাদেশ বিষয়াবলী (Bangladesh Affairs) বিষয়টি সাধারণ ও টেকনিক্যাল / প্রফেশনাল উভয় ক্যডারদের জন্য। এর পূর্ণমান ২০০, পাশ নম্বর ১০০। বিসিএস লিখিত পরীক্ষার বাংলাদেশ বিষয়াবলী (Bangladesh Affairs) বিষয়ের সিলেবাস নিম্নরূপঃ
BANGLADESH AFFAIRS Subject Code: 005 Total Marks: 200 |
This paper is designed to cover various issues/topics concerning Bangladesh's affairs which include history, geography, environment, society, culture, economy, and politics. |
আন্তর্জাতিক বিষয়াবলী (International Affairs)
আন্তর্জাতিক বিষয়াবলী (International Affairs) বিষয়টি সাধারণ ও টেকনিক্যাল / প্রফেশনাল উভয় ক্যডারদের জন্য। এর পূর্ণমান ১০০, পাশ নম্বর ৫০। বিসিএস লিখিত পরীক্ষার আন্তর্জাতিক বিষয়াবলী (International Affairs) বিষয়ের সিলেবাস নিম্নরূপঃ
INTERNATIONAL AFFAIRS Subject Code: 007 Total Marks: 100 |
Brief Description International Affairs is a compulsory paper for candidates of competitive examinations under the Public Service Commission, Bangladesh, and is applicable to both the general and professional cadre. This paper deals with conceptual issues and actors in the study of international affairs. It starts with a basic understanding of international affairs, its nature, and its evolution. It focuses on both conceptual and empirical issues in international affairs. Under this paper basic concepts and theories such as power, balance of power, realism, liberalism/neo-liberalism, foreign policy, security, trade, and environment will be addressed. The empirical focus of the paper is on understanding bilateral and multilateral relations, processes, functions, and politics of regional and global institutions. The paper is divided into two sections: conceptual and empirical issues. Objective The paper strives to understand the basic knowledge of international affairs. It aims to examine whether the candidates are well equipped with the key concepts, perspectives, and theories for explaining global phenomena to deal with policy matters effectively. Another purpose of the paper is to examine the analytical capacity of the candidates regarding global issues and events that are closely linked with the domestic arena. |
Section A: Conceptual Issues (Marks: 40) |
Introduction to International Affairs: Significance of international affairs; Meaning and Scope of international affairs; Linkage between international affairs and international politics Actors in the World: Modern state, types of state, sovereignty, non-state actors, international institutions, relations between state and non-state actors. Power and Security: Power, national power, balance of power, disarmament, arms control, geopolitics, terrorism. Major Ideas and Ideologies: Nationalism, imperialism, colonialism, neo-colonialism, post-modernism, globalization, and new world order. Foreign Policy and Diplomacy: concepts of foreign policy and diplomacy, decision-making process, determinants of foreign policy, diplomatic functions, immunities, and privileges. International Economic Relations: International trade, free trade, protectionism, foreign aid, debt crisis, foreign direct investment (FDI), financial liberalization, regionalism, regionalization, North-South gap, global poverty, MDGs. Global Environment: Environmental issues challenges, climate change, global warming, climate adaptation, climate diplomacy. |
Section B: Empirical Issues (Marks: 45) |
The United Nations System: The UN and its organs, importance, and limitations of the UN, Reforms of the UN, Role of the Security Council, UN Peacekeeping and peace-building functions, Human rights agenda, Environmental agenda, International Court of Justice, and Women empowerment. Foreign Relations of Major Powers: USA, Russia, UK, China, France, Germany, India, Japan, etc. Global Initiatives and Institutions: World Bank, IMF, ADB, G8, G-77, WTO, Kyoto Protocol, COP, etc. Regional Institutions: SAARC, BIMSTEC, EU, ASEAN, NATO, APEC, OIC, AU, GCC Major Issues and Conflicts in the World: The Palestine Problem, the Arab Spring, the Kashmir Issue, the Syrian Crisis, the Persian Gulf Conflict, the nuclear issue and Iran, the North Korean issue, territorial disputes in Southeast and East Asia, Nuclear proliferation and other contemporary issues. Politics in South Asia: India-Pakistan relations, Bangladesh-India relations, regional integration, water dispute, border problems, and terrorism Bangladesh in International Affairs: Major Achievements, challenges, future directions. |
Section C: Problem-Solving (Marks: 15) |
The candidates may be asked to come up with an analysis of a problem and its solution on any aspect of global developments and security issues, such as trade, climate change, foreign aid, arms proliferation etc. |
গাণিতিক যুক্তি (Mathematical Reasoning)
গাণিতিক যুক্তি (Mathematical Reasoning) বিষয়টি সাধারণ ও টেকনিক্যাল / প্রফেশনাল উভয় ক্যডারদের জন্য। এর পূর্ণমান ৫০, পাশ নম্বর ২৫। বিসিএস লিখিত পরীক্ষার গাণিতিক যুক্তি (Mathematical Reasoning) বিষয়ের সিলেবাস নিম্নরূপঃ
MATHEMATICAL REASONING Subject Code: 008 Total Marks: 50 |
Mathematical Reasoning is based on the principles of Logic. A sound knowledge of Mathematical Reasoning prepares one not only to solve mathematical problems but also to develop the intellectual ability to resolve problems in all spheres of public life and to arrive at impartial and impersonal intelligent decisions. The examination in Mathematical Reasoning will test the ability of the candidate to apply knowledge of Mathematics and Mathematical Reasoning acquired up to the secondary level, especially to concrete application-oriented problems. |
Syllabus |
1. Simplification of Arithmetic and Algebraic Expressions. |
মানসিক দক্ষতা (Mental Ability)
মানসিক দক্ষতা (Mental Ability) বিষয়টি সাধারণ ও টেকনিক্যাল / প্রফেশনাল উভয় ক্যডারদের জন্য। এর পূর্ণমান ৫০, পাশ নম্বর ২৫। বিসিএস লিখিত পরীক্ষার মানসিক দক্ষতা (Mental Ability) বিষয়ের সিলেবাস নিম্নরূপঃ
MENTAL ABILITY Subject Code: 009 Total Marks: 50 |
The objective of the mental ability test is to assess the differential aptitude of the candidate. The following areas are likely to be covered: |
1. Verbal Reasoning: The verbal reasoning test, as its name implies, is a measure of ability to understand concepts framed in pairs of words. The word used in these items may come from history, geography, literature, science, or any other content area. The item thus samples the candidate’s knowledge and his/her ability to abstract and generalize relationships inherent in that knowledge. |
2. Abstract Reasoning: The abstract reasoning test is intended as a nonverbal measure of the candidate’s reasoning ability. The series presented in each problem requires the perception of an operating principle in the changing diagrams. In each instance, the candidate must discover the principle or principles governing the change of the figures and give evidence of his understanding by designating the diagram. |
3. Space Relations: The Space Relation test is a measure of the ability to deal with concrete materials through visualization. The ability to visualize a constructed object from a picture of a pattern has been used frequently in tests of structural visualization. The ability to imagine how an object would appear if rotated in various ways has been used effectively in the measurement of space perception. |
4. Numerical Ability: The test is a measure of the candidate’s ability to reason with numbers, to manipulate numerical relationship and to deal intelligently with quantitative materials. |
5. Spelling and Language: The spelling and language test is intended to measure the candidate’s ability to detect errors in grammar, punctuation, and capitalization. The items reflect the principles of present day formal writing, and the ability measured by the test is highly predictive of success in a variety of academic courses. |
6. Mechanical Reasoning: The ability measured by the Mechanical Reasoning test may be regarded as one aspect of intelligence, if intelligence is broadly defined. The person who stands high in this characteristic finds it easy to learn the principles of operation and repair of complex devices. |
সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি (General Science and Technology)
সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি (General Science and Technology) বিষয়টি সাধারণ ক্যডারদের জন্য। র পূর্ণমান ১০০, পাশ নম্বর ৫০। বিসিএস লিখিত পরীক্ষার সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি (General Science and Technology) বিষয়ের সিলেবাস নিম্নরূপঃ
GENERAL SCIENCE AND TECHNOLOGY Subject Code: 010 Total Marks: 100 |
Part – A: General Science |
I) Light: Nature, Spectrum, Different colors and wavelengths, UV, IR, and LASER, Reflection of Light, Refraction of Light, Total Internal Reflection of Light, Lenses, Thin converging lens, Dispersion of light, particle nature of light, Einstein’s photoelectric equation, photocells |
Part – B: Computer and Information Technology |
I) Computer Technology: Organization of modern personal computer and its major functional units, computer generations, History of computers, central processing unit and a microprocessor, computer memories and their classification and characteristics, input and output devices with characteristics and uses. The role of BIOS. Bus architecture, Motherboard and its components, functions, and organization of microprocessors, Arithmetic Logic Unit(ALU), Control unit, Language translator, Text editor, Compiler, Interpreter, Computer software, system software, operating system, application software with examples of applications, Computer virus, office automation. Computational biology; Role of computer in Drug design; Programming languages, their types and levels, steps for software development. Impacts of computers on society. |
Part – C: Electrical and Electronic Technology Marks - 15 |
I) Electrical Technology: Electrical components, voltage, current, Ohm’s Law, Electrical power and energy, Electromagnet and magnetic field, electromagnetic induction, Circuits Breakers, GFCI’s and Fuses, Power Distribution and Series circuit, Voltage Sources in a Series, Kirchoff’s Voltage Law, Voltage Division in a Series Circuit, Interchanging Series Elements, Voltage Regulation and the Internal Resistance of Voltage Sources, Parallel Resistors, Parallel Circuits, Power Distribution in a Parallel Circuit, Kirchhoff’s Current Law, Open and Short Circuits, Generation of AC and DC voltages, thermal, hydraulic and nuclear power generators. Electric motors and their applications. Transformers, AC transmission and distribution, Electrical instruments, voltage stabilizers, IPS, and UPS. |
টেকনিক্যাল / প্রফেশনাল ক্যাডার সিলেবাস (Technical / Professional Cadre Syllabus)
টেকনিক্যাল / প্রোফেশনাল / বিষয়ভিত্তিক ক্যাডার / স্বাস্থ্য ক্যডার প্রার্থীদেরকে উপরে উল্লেখিত বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, গাণিতিক যুক্তি, মানসিক দক্ষতা বিষয়গুলো ছাড়াও আরও ২০০ নম্বরের বিষয়ভিত্তিক বা পেশা ভিত্তিক বিষয়ে পরীক্ষা দিতে হয়।
টেকনিক্যাল / প্রফেশনাল ক্যাডার / বিষয় ভিত্তিক ক্যাডারদের জন্য বাংলাদেশ কর্ম কমিশন (Bangladesh Civil Service) কতৃক মোট ৮৪টি বিষয় (Subject) নির্ধারণ করে দিয়েছে। টেকনিক্যাল / প্রফেশনাল ক্যাডার / বিষয় ভিত্তিক ক্যাডারদের সংশ্লিষ্ট বিষয় ও সিলেবাস নিম্নরূপঃ
বিষয় কোড | বিষয় | |
111 | ||
121 | ||
131 | ||
141 | ফার্সি Persian | |
151 | সংস্কৃত Sanskrit | |
161 | পালি Pali | |
171 | মনোবিজ্ঞান Psychology | |
181 | ইতিহাস History | |
191 | ইসলামের ইতিহাস ও সংস্কৃতি Islamic History & Culture | |
201 | ইসলামিক স্টাডিজ Islamic Studies | |
211 | দর্শন Philosophy | |
221 | শিক্ষা Education | |
231 | প্রত্নতত্ত্ব Archaeology | |
241 | পানি সম্পদ প্রকৌশল Water Resources Engineering | |
251 | খনি প্রকৌশল Mining Engineering | |
271 | ইলেকট্রনিক প্রকৌশল Electronic Engineering | |
311 | ভূগোল Geography | |
321 | গণযোগাযোগ ও সাংবাদিকতা Mass Communication and Journalism | |
331 | অর্থনীতি Economics | |
341 | রাষ্ট্রবিজ্ঞান Political Science | |
351 | সমাজবিজ্ঞান Sociology | |
361 | সমাজকল্যাণ / সমাজকর্ম Social Welfare / Social Work | |
371 | আন্তর্জাতিক সম্পর্ক International Relations | |
381 | লোকপ্রশাসন Public Administration | |
391 | গার্হস্থ অর্থনীতি Home Economics | |
401 | নৃতত্ত্ব Anthropology | |
411 | গ্রন্থাগার এবং তথ্য বিজ্ঞান Library and Information Science | |
421 | হাদিস Hadith | |
431 | তাফসীর Tafseer | |
441 | নাটক এবং সঙ্গীত Drama and Music | |
451 | উর্দু Urdu | |
455 | গ্রাফিক্স Graphics | |
457 | ফিকহ Al-Fiqh | |
461 | সঙ্গীতের ইতিহাস History of Music | |
463 | অঙ্কন এবং পেইন্টিং Drawing and Painting | |
469 | চারুকলা Fine Arts | |
511 | পদার্থ বিজ্ঞান Physics | |
521 | ফলিত পদার্থ বিজ্ঞান Applied Physics | |
531 | রসায়ন Chemistry | |
541 | ফলিত রসায়ন Applied Chemistry | |
551 | গণিত Mathematics | |
561 | ফলিত গণিত Applied Mathematics | |
571 | ভূতত্ত্ব Geology | |
581 | উদ্ভিদবিদ্যা Botany | |
591 | প্রাণিবিদ্যা Zoology | |
601 | প্রাণরসায়ন Biochemistry | |
611 | ফার্মেসি Pharmacy | |
621 | মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান Soil, Water and Environment Science | |
631 | নার্সারি Nursery | |
641 | শিশু বিকাশ এবং সামাজিক সম্পর্ক Child Development and Social Relationship | |
651 | গৃহ ব্যবস্থাপনা ও আবাসন Home Management and Housing | |
661 | খাদ্য ও পুষ্টি Food And Nutrition | |
671 | হস্ত শিল্প Related Art | |
681 | পোশাক এবং টেক্সটাইল Clothing and Textile | |
691 | প্রাতিষ্ঠানিক খাদ্য ব্যবস্থাপনা Institutional Food Management | |
701 | হিসাববিজ্ঞান Accounting | |
711 | ফাইন্যান্স Finance | |
721 | মার্কেটিং Marketing | |
731 | ব্যবস্থাপনা Management | |
741 | ব্যবসা প্রশাসন Business Administration | |
751 | আইন Law | |
761 | আন্তর্জাতিক আইন International Law | |
771 | চিকিৎসা বিজ্ঞান Medical Science | |
791 | ডেন্টাল সায়েন্স / দন্ত বিজ্ঞান Dental Science | |
801 | কৃষি Agriculture | |
811 | কৃষি অর্থনীতি Agricultural Economics | |
821 | কৃষি প্রকৌশল Agricultural Engineering | |
831 | পশুপালন Animal Husbandry | |
841 | পশুচিকিৎসা বিজ্ঞান Veterinary Science | |
851 | মৎস্য Fisheries | |
861 | সামুদ্রিক বিজ্ঞান Marine Science | |
871 | বনায়ন Forestry | |
881 | সিভিল ইঞ্জিনিয়ারিং Civil Engineering | |
891 | বিদ্যুৎ প্রকৌশল Electrical Engineering | |
901 | যন্ত্র প্রকৌশল Mechanical Engineering | |
911 | রাসায়নিক প্রকৌশল Chemical Engineering | |
921 | ধাতুবিদ্যা প্রকৌশল Metallurgical Engineering | |
931 | স্থাপত্য Architecture | |
941 | নৌ স্থাপত্য এবং মেরিন ইঞ্জিনিয়ারিং Naval Architecture and Marine Engineering | |
951 | টেক্সটাইল প্রযুক্তি Textile Technology | |
961 | চামড়া প্রযুক্তি Leather Technology | |
971 | কম্পিউটার বিজ্ঞান Computer Science | |
981 | পরিসংখ্যান Statistics | |
991 | নগর উন্নয়ন Urban Development |