বিসিএস সিলেবাস (BCS Syllabus)

বিসিএস বা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বা বাংলাদেশ সিভিল সার্ভিস (Bangladesh Civil Service) পরীক্ষা অত্যন্ত প্রতিযোগীতামূলক একটি চাকরি পরীক্ষা। এই পরীক্ষাটি বিসিএস পরীক্ষা বা BCS Examination নামেই অধিক পরিচিত। এই পরীক্ষায় অংশগ্রহণ করতে প্রথমত আপনাকে বিসিএস সিলেবাস (BCS Syllabus) ও প্রশ্নের মানবন্টন সম্পর্কে জানতে হবে।

বিসিএস সিলেবাস (BCS Syllabus)

বিসিএস পরীক্ষা (BCS Exam) দুটি অংশে বিভক্ত। প্রথমটি প্রিলিমিনারি বা সংক্ষেপে প্রিলি এবং দ্বিতীয় অংশটি লিখিত (Written) পরীক্ষা। আমরা এখানে বিসিএস সিলেবাস ও প্রশ্নের মানবন্টনের বিষয়গুলো নিয়ে সংক্ষেপে আলোকপাত করবো। বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি ও লিখিত সিলেবাস নিয়ে বিস্তারিত পৃথক সেকশনে আলোচনা করা হয়েছে।

প্রতি বছর বিসিএস পরীক্ষার প্রশ্ন পরিবর্তিত হলেও বিসিএস সিলেবাস মোটামুটিভাবে অপরিবর্তিত থাকে। আমরা আমাদের সাইটে বিসিএস পরীক্ষার নতুন সিলেবাস (BCS New Syllabus) সবসময় আপডেট করে থাকি।

বিসিএস সিলেবাস (BCS Syllabus)
বিসিএস সিলেবাস (BCS Syllabus)

বিসিএস প্রিলিমিনারি সিলেবাস (BCS Preliminary Syllabus)

বিসিএস প্রিলিমিনারি (BCS Preliminary) ১০ বিষয়ের উপর ২০০ টি বহুনির্বাচনী (MCQ) প্রশ্ন থাকে, যার পূর্ণমান ২০০। বিষয়গুলো হলো – বাংলা ভাষা ও সাহিত্য, ইংরেজি ভাষা ও সাহিত্য, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা, সাধারণ বিজ্ঞান, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, গাণিতিক যুক্তি, মানসিক দক্ষতা এবং নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন।

প্রিলিমিনারি পরীক্ষা বা এর সিলেবাস সাধারণ ক্যাডার (General Cadre) ও টেকনিক্যাল ক্যাডার (Technical Cadre) সকলের জন্য প্রযোজ্য।

BCS PRELIMINARY SYLLABUS - বিসিএস প্রিলিমিনারি সিলেবাস

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার বিষয় ও মানবন্টন (Preliminary Exam Subjects & Marks Distribution)

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (BCS Preliminary Exam) এর বিষয় ও প্রশ্নের মানবন্টন (Marks Distribution) নিম্নরূপঃ

ক্রমিক

বিষয়ের নাম

নম্বর

Bengali Language and Literature

৩৫

English Language and Literature

৩৫

Bangladesh Affairs

৩০

International Affairs

২০

Geography, Environment and Disaster Management

১০

General Science

১৫

Computer and Information Technology

১৫

Mathematical Reasoning

১৫

Mental Ability

১৫

১০

Ethics, Values and Good Governance

১০

সর্বমোট নম্বরঃ

২০০

বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস (BCS Written Syllabus)

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে একজন চাকরিপ্রার্থীকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস বা সংক্ষেপে বিসিএস লিখিত সিলেবাস (BCS Written Syllabus) সাধারণ ক্যাডার ও টেকনিক্যাল ক্যাডারদের জন্য ভিন্ন ভিন্ন হয়ে থাকে। ভিন্নতা থাকলেও উভয় ক্যাডারদের লিখিত পরীক্ষায় কয়েকটি বিষয় একই সিলেবাসে পরীক্ষা হয়। লিখিত পরীক্ষায় (Written Exam) পাশ করতে একজন প্রার্থীকে ন্যুনতম ৫০% নম্বর পেতে হয়।

বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস (BCS Written Syllabus)

বিসিএস লিখিত পরীক্ষার বিষয় ও মানবন্টন (Preliminary Written Exam Subjects & Marks Distribution)

পূর্বেই উল্লেখ করা হয়েছে যে, সাধারণ ক্যাডার ও টেকনিক্যাল ক্যডারদের লিখিত পরীক্ষায় ভিন্নতা আছে। দুই ধরণের ক্যডারকেই মোট ৯০০ নম্বরের পরীক্ষা দিতে হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে  শতকরা ৫০ ভাগ অর্থাৎ ৪৫০ নম্বর পেতে হয়। আমরা এখানে লিখিত পরীক্ষার সিলেবাসের বিষয় ও মানবন্টন সাধারণ ক্যাডার ও টেকনিক্যাল ক্যডারদের জন্য আলাদা আলাদা ভাবে উল্লেখ করলাম।

সাধারণ ক্যাডার (General Cadre) সিলেবাস ও মানবন্টন

টেকনিক্যাল ক্যাডার (Technical Cadre) সিলেবাস ও মানবন্টন

বিসিএস লিখিত সিলেবাস .PDF ভার্সন

আপনি চাইলে খুব সহজে বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাসের .PDF ভার্সন ডাউনলোড করতে পারবেন। BCS Syllabus PDF আকারে ডাউনলোড করতে নিচের লিংক থেকে ডাউনলোড করুন।

Download BCS Syllabus PDF

বিসিএস সিলেবাস (BCS Syllabus) সম্পর্কে আপনার কোন প্রশ্ন থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন।