বিসিএস ক্যাডার (BCS Cadre) হওয়ার জন্য বিসিএস পরীক্ষা (BCS Exam) হলো বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পড়ুয়া বা চাকরিপ্রত্যাশী গ্রাজুয়েটদের স্বপ্ন পূরণের প্রথম ধাপ। প্রতিটি পরীক্ষারই একটি সিলেবাস থাকে। যেহেতু বিসিএস একটি প্রতিযোগীতামূলক পরীক্ষা, তাই এই পরীক্ষারও সিলেবাস আছে, যা বিসিএস সিলেবাস (BCS Syllabus) নামে অধিক পরিচিত। এখানে বিসিএস প্রিলিমিনারি সিলেবাস (BCS Preliminary Syllabus) ও বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার বিষয়ভিত্তিক মানবন্টন (BCS Preliminary Marks Distribution) নিয়ে আলোচনা করা হয়েছে।
বিসিএস প্রিলিমিনারি (BCS Preliminary) পরীক্ষা মূলতঃ ২০০ নম্বরের একটি এমসিকিউ (MCQ) পরীক্ষা। বিসিএস প্রিলিমিনারি (BCS Preliminary) পরীক্ষায় মোট দশটি (১০টি) বিষয়ের উপর বহুনির্বাচনী বা MCQ প্রশ্ন করা হয়।
বিসিএস প্রিলিমিনারি সিলেবাস (BCS Preliminary Syllabus)
বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ২০০ নম্বরের একটি পরীক্ষা যাতে বাংলা ভাষা ও সাহিত্য, ইংরেজি ভাষা ও সাহিত্য, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা, সাধারণ বিজ্ঞান, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, গাণিতিক যুক্তি, মানসিক দক্ষতা এবং নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন বিষয়ের উপর মোট ২০০ টি এমসিকিউ (MCQ) প্রশ্ন থাকে। বিসিএস প্রিলিমিনারি সিলেবাস (BCS Preliminary Syllabus) ও এর বিষয়বস্তু ও মানবন্টন নিম্নরূপঃ
বাংলা ভাষা ও সাহিত্য সিলেবাস (Bengali Language and Literature Syllabus)
বাংলা ভাষা ও সাহিত্য (BANGLA LANGUAGE AND LITERATURE) পূর্ণমানঃ ৩৫ | |
বিষয়বস্তু | মান বন্টন |
ভাষাঃ প্রয়োগ-অপপ্রয়োগ, বানান, ও বাক্য শুদ্ধি, পরিভাষা, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, ধ্বনি, বর্ণ, শব্দ, পদ, বাক্য, প্রত্যয়, সন্ধি ও সমাস | ১৫ |
সাহিত্যঃ ক. প্রাচীন ও মধ্যযুগ খ. আধুনিক যুগ (১৮০০ - বর্তমান পর্যন্ত ) | ০৫ ১৫ |
ইংরেজি ভাষা ও সাহিত্য সিলেবাস (English Language and Literature Syllabus)
English Language and Literature Total Marks: 35 | |
Topics | Marks |
PART- I : Language A. Parts of Speech: B. Idioms & Phrases: C. Clauses: D. Corrections: E. Sentences & Transformations: F. Words: G. Composition: | 20 |
PART- II: Literature H. English Literature: Quotations from drama/poetry of different ages | 15 |
বাংলাদেশ বিষয়াবলী সিলেবাস (Bangladesh Affairs Syllabus)
বাংলাদেশ বিষয়াবলী (BANGLADESH AFFAIRS) পূর্ণমানঃ ৩০ | |
বিষয়বস্তু | মান বন্টন |
১. বাংলাদেশের জাতীয় বিষয়াবলীঃ প্রাচিনকাল হতে সম-সাময়িক কালের ইতিহাস, কৃষ্টি ও সংস্কৃতি। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস : ভাষা আন্দোলন; ১৯৫৪ সালের নির্বাচন; ছয় দফা আন্দলন, ১৯৬৬; গণ অভুত্থান ১৯৬৮-৬৯; ১৯৭০ সালে সাধারণ নির্বাচন; অসহযোগ আন্দোলন ১৯৭১; ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ; স্বাধীনতার ঘোষণা ; মুজিব সরকার গঠন ও কার্যাবলি; মুক্তিযুদ্ধের রণকৌশল; মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তিবর্গের ভুমিকা ; পাকিস্তানী বাহিনীর আত্মসমর্পন এবং বাংলাদেশের অভ্যুদয় । | ৬ |
২. বাংলাদেশের কৃষি সম্পদঃ শস্য উৎপাদন এবং বহুমূখীকরণ , খাদ্য উৎপাদন ও ব্যস্থাপনা। | ৩ |
৩. বাংলাদেশের জনসংখ্যা আদমশুমারী, জাতি, গোষ্ঠী , উপজাতি সংক্রান্ত বিষয়াদি। | ৩ |
৪. বাংলাদেশের অর্থনীতিঃ উন্নয়ন পরিকল্পনা প্রেক্ষিতে পঞ্চবার্ষিকী , জাতীয় আয় – ব্যয় , রাজনীতি ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি, দারিদ্র বিমোচন ইত্যাদি। | ৩ |
৫. বাংলাদেশের শিল্প ও বাণিজ্যঃ শিল্প উৎপাদন, পণ্য আমদানী ও রপ্তা্নীকরণ, গার্মেন্টস শিল্প ও এর সার্বিক ব্যস্থাপনা, বৈদেশিক লেন-দেন, অর্থ প্রেরণ, ব্যাংক ও বিমা ব্যস্থাপনা ইত্যদি। | ৩ |
৬. বাংলাদেশের সংবিধানঃ প্রস্তাবনা ও বৈশিষ্ট্য মৌলিক অধিকারসহ রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ, সংবিধানের সংশোধনীসমূহ। | ৩ |
৭. বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থাঃ রাজনৈতিক দলসমূহের গঠন, ভূমিকা ও কা্র্যক্রম, ক্ষমতাসীন ও বিরোধী দলের পারস্পরিক সম্পর্কাদি , সুশীল সমাজ ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সমুহ এবং এদের ভূমিকা। | ৩ |
৮. বাংলাদেশের সরকার ব্যবস্থাঃ আইন, শাসন ও বিচার বিভাগসমূহ, আইন প্রণয়ন, নীতি নির্ধারণ, জাতীয় ও স্থানীয় প্রশাসনিক ব্যস্থাপনা কাঠামো, প্রশাসনিক পুনর্বিন্যাস ও সংস্কার। | ৩ |
৯. বাংলাদেশের জাতীয় অর্জন, বিশিষ্ট ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণর প্রতিষ্ঠান ও স্থাপনাসমূহ, জাতীয় পুরস্কার, বাংলাদেশের খেলাধুলাসহ চলচ্চিত্র , গণমাধ্যম- সংশ্লিষ্ট বিষয়াদি। | ৩ |
আন্তর্জাতিক বিষয়াবলী সিলেবাস (International Affairs Syllabus)
আন্তর্জাতিক বিষয়াবলী (INTERNATIONAL AFFAIRS) পূর্ণমানঃ ২০ | |
বিষয়বস্তু | মান বন্টন |
১. বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি। | ৪ |
২. আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক। | ৪ |
৩. বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ। | ৪ |
৪. আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি। | ৪ |
৫. আন্তর্জাতিক সংগঠনসমূহ এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি। | ৪ |
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা সিলেবাস (Geography, Environment and Disaster Management Syllabus)
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব),পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা (GEOGRAPHY, ENVIRONMENT AND DIGESTER MANAGEMENT) পূর্ণমানঃ ১০ | |
বিষয়বস্তু | মান বন্টন |
১. বাংলাদেশ ও অঞ্চলভিত্তিক ভৌগোলিক অস্থান, সীমানা, পারিবেশিক, আর্থ-সামাজিক ও ভূ- রাজনীতিক গুরুত্ব। | ২ |
২. অঞ্চলভিত্তিক ভৌগোলিক পরিবেশ (ভূ-প্রাকৃতিক), সম্পদের বণ্টন ও গুরুত্ব। | ২ |
৩. বাংলাদেশের পরিবেশ: প্রকৃতি ও সম্পদ, প্রধান চ্যালেঞ্জসমূহ। | ২ |
৪. বাংলাদেশের ও বৈশ্বক পরিবেশ পরিবর্তনঃ আবহাওয়া অ-জলবায়ু নিয়ামকসমূহ সেক্টর ভিত্তিক (যেমনঃ অভিবাসন, কৃষি, শিল্প, মৎস্য ইত্যাদি) স্থানীয়, আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব। | ২ |
৫. প্রকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা: দুর্যোগের ধরন, প্রকৃতি ও ব্যস্থাপনা। | ২ |
সাধারণ বিজ্ঞান সিলেবাস (General Science Syllabus)
সাধারণ বিজ্ঞান (GENERAL SCIENCE) পূর্ণমানঃ ১৫ | |
বিষয়বস্তু | মান বন্টন |
ভৌত বিজ্ঞানঃ পদার্থের অবস্থা , এটমের গঠন, কার্বনের বহুমুখী ব্যবহার, এসিড, ক্ষার, লবণ, পদার্থের ক্ষয়, সাবানের কাজ, ভৌত্ রাশি এবং এর পরিমাপ, ভৌত্ বিজ্ঞানের উন্নয়ন, চৌম্বকত্ব, তরঙ্গ এবং শব্দ, তাপ ও তাপ বিদ্যা, আলোর প্রকৃতি, স্থির এবং চল ত্ড়িৎ, ইলেকট্রনিক্স, আধুনিক পদার্থবিজ্ঞান, শক্তির উৎস এবং এর প্রয়োগ, নবাযোগ্য শক্তির উৎস, পারমাণবিক শক্তি, খনিজ উৎস, শক্তির রূপান্তর, আলোক যন্ত্রপাতি, মৌলিক কণা, ধাতব পদার্থ এবং তাদের যৌগসমুহ, অধাতব পদার্থ, জারণ-বিজারণ, ত্ড়িৎ কোষ, অজৈব যৌগ , জৈব যৌগ, ত্ড়িৎ চৌম্বক, ট্রান্সফরমার, এক্সরে, তেজস্ক্রিয়তা ইত্যাদি। | ৫ |
জীব বিজ্ঞানঃ পদার্থের জীব বিজ্ঞান -বিষয়ক ধর্ম , টিস্যু, জেনেটিকস, জীব- বৈচিত্র্য, এনিম্যাল ডাইভারসিটি, প্লান্ট ডাইভারসিটি, এনিম্যাল টিস্যু, অর্গান এবং অর্গান সিস্টেম, সালোক সংশ্লেষ্ণ, ভাইরাস, ব্যাকটেরিয়া, জুলোজিক্যাল নমেনক্লেচার, বোটানিক্যাল নমেনক্লেচার, প্রাণীজগৎ, উদ্ভিদ , ফুল, ফল, রক্ত ও রক্ত সঞ্চালন, রক্তচাপ, হৃদপিণ্ড এবং হৃদরোগ , স্নায়ু এিং স্নায়ুরোগ , খাদ্য ও পুষ্টি,ভিটামিন, মাইক্রোবায়োলজি, প্লান্ট নিউট্রেশন, পরাগায়ন ইত্যাদি। | ৫ |
আধুনিক বিজ্ঞানঃ পৃথিবী সৃষ্টির ইতিহাস, কসমিক রে, ব্লাক হোল,হিগের কণা, বারিমণ্ডল, টাইড, বায়ুমণ্ডল, টেকোনিক প্লেট, সাইক্লোন, সুনামি, বিবর্তন , মানবদেহ, রোগের কারণ ও প্রতিকার, সংক্রামক রোগ, রোগ জীবানুর জীবনধারণ, মা ও শিশু স্বাস্থ্য, ইম্যুনাইজেশন ও ভ্যাকসিনেশন, এইচআইভি, এইডস, টিবি, পোলিও, জোয়ার-ভাটা, এপিকালচার, সেরিকালচার, পিসিকালচার, হার্টিকালচারর, ডায়োড, ট্রানজিস্টর, আইসি, আপেক্ষিক তত্ব, ফোটন কণা ইত্যাদি। | ৫ |
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি সিলেবাস (Computer and Information Technology Syllabus)
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি (COMPUTER AND INFORMATION TECHNOLOGY) পূর্ণমানঃ ১৫ | |
বিষয়বস্তু | মান বন্টন |
কম্পিউটারঃ • কম্পিউটার (Computer Peripherals): কি-বোর্ড (Keyboard), মাউস (Mouse), ওসিআর (OCR) ইত্যাদি; | ১০ |
তথ্য প্রযুক্তিঃ • ই-কমার্স (E-Commerce); | ৫ |
গাণিতিক যুক্তি সিলেবাস (Mathematical Reasoning Syllabus)
গণিতিক যুক্তি (MATHEMATICAL REASONING) পূর্ণমানঃ ১৫ | |
বিষয়বস্তু | মান বন্টন |
১. বাস্তব সংখ্যা, ল.সা.গু, গ.সা.গু, শতকরা, সরল ও যৌগিক মুনাফা, অনুপাত ও সমানুপাত, লাভ ও ক্ষতি। | ৩ |
২. বীজগনিতিক সূত্রাবলি, বহুপদি উৎপাদক, সরল ও দ্বিপদিক সমীকরণ, সরল ও দ্বিপদিক অসমতা, সরল সহসমীকরণ। | ৩ |
৩. সূচক ও লগারিদম, সমান্তর ও গুণোত্তর অনুক্রম ও ধারা। | ৩ |
৪. রেখা, কোণ, চতুর্ভুজ ও ত্রিভুজ সংক্রান্ত উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য, বৃত্ত সংক্রান্ত উপপাদ্য, পরিমিতি - সরলক্ষেত্র ও ঘনবস্তু। | ৩ |
৫. সেট, বিন্যাস ও সমাবেশ, পরিসংখ্যান ও সম্ভাব্যতা। | ৩ |
মানসিক দক্ষতা সিলেবাস (Mental Ability Syllabus)
মানসিক দক্ষতা (MENTAL ABILITY) পূর্ণমানঃ ১৫ |
বিষয়বস্তু |
১. ভাষাগত যৌক্তিক বিচার (Verbal Reasoning) |
২. সমস্যা সমাধান (Problem Solving) |
৩. বানান ও ভাষা (Spelling and Language) |
৪. যান্ত্রিক দক্ষতা (Mechanical Reasoning) |
৫. স্থানাঙ্ক সম্পর্ক (Space Relation) |
৬. সংখ্যাগত ক্ষমতা (Numerical Ability) |
নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন সিলেবাস (Ethics, Values and Good Governance Syllabus)
নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন (ETHICS, VALUES & GOOD GOVERNANCE) পূর্ণমানঃ ১০ |
বিষয়বস্তু |
• Definition of Values and Good Governance; |
• Relation between Values and Good Governance; |
• General Perception of Values and Good Governance; |
• Importance of Values and Good Governance in the life of an individual as a citizen as well as in the making of society and national ideals; |
• Impact of Values and Good Governance in national development; |
• How the element of Good Governance and Values can be established in society in a given social context; |
• The benefit of Values and Good Governance and the cost society pays adversely in their absence. |
বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস (BCS Written Syllabus) দেখতে এখানে ক্লিক করুন।